নিজস্ব প্রতিবেদক
গাজীপুর জেলার কাশিমপুর থানার সূরাবাড়ী এলাকার মোঃ হাবেল মিয়া নামে এক ব্যক্তি মিথ্যা মামলার কবলে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন। তিনি অভিযোগ করেন, মাহাবুবুর রহমান ও কৃষ্ণ গোপাল সাহা নামে দুই ব্যক্তি তাঁদের ১১ বিঘা জমি আত্মসাতের উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় মিথ্যা মামলা দায়ের করেছেন মাহাবুবুর রহমানের কর্মচারীদের বাদী বানিয়ে।

মোঃ হাবেল মিয়া জানান, তিনি মাহবুবুর রহমান ও কৃষ্ণ গোপাল সাহার বিরুদ্ধে গাজীপুরের বিজ্ঞ সিনিয়র সহকারী জজ প্রথম আদালতে দেওয়ানী মোকদ্দমা নং ২৯৩/২২ ও ২২৪/২২ নং মোকদ্দমা দায়ের করেন। দেওয়ানী মোকদ্দমা নং ২৯৩/২২ মোকদ্দমা চলমান রয়েছে এবং দেওয়ানী দলিল বাতিলের মোকদ্দমা নং ৩৯৪/২২-এ বিগত ২১/১১/২০২৩ ইং তারিখে রায় ও ২৬/১১/২০২৪ ইং তারিখে ডিগ্রী হয়েছে।

কিন্তু মাহবুবুর রহমান ও কৃষ্ণ গোপাল সাহা উক্ত রায় ও ডিগ্রী অমান্য করে তাঁর বিরুদ্ধে কাশিমপুর থানায় ২৪(১১)২৪ ও ৮(১২)২৪ নং মামলা, মিরপুর মডেল থানায় ১(১২)২৪ নং মামলা, বংশাল থানায় ৪১(০১)২৫ নং মামলা দায়ের সহ আরও অসংখ্য মামলা দিয়ে তাঁকে হয়রানি করছেন।

এ বিষয়ে মোঃ হাবেল মিয়া স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ সচিবালয়, ঢাকায় একটি লিখিত আবেদন করেন। আবেদনে তিনি উক্ত মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাঁকে রক্ষা করার আদেশ দানের জন্য আবেদন জানান।
Leave a Reply