শাহীন আরাফাত শুভ :
বিএনপি’র সাবেক সংসদ সদস্য, ২৪৮ ব্রাহ্মণবাড়িয়া-৬, বাঞ্ছারামপুর।
আসসালামু আলাইকুম।
ব্যক্তিগত আদর্শ ও রাজনৈতিক কৃতজ্ঞতা চিরকাল অম্লান থাকুক। বাঞ্ছারামপুরের মাটি ও মানুষের হৃদয়ে আপনি এক অমলিন নাম। আপনার সদালাপী আচরণ, পরোপকারী মানসিকতা এবং আমাদের মতো কর্মীদের প্রতি আপনার পিতৃতুল্য স্নেহ আমাদের ভবিষ্যৎ পথচলার অমূল্য পাথেয়।
আব্রাহাম লিংকন বলেছিলেন, “চরিত্র বুঝতে হলে মানুষকে ক্ষমতা দাও।” আপনি ক্ষমতায় থাকুন বা না থাকুন, আপনার মানবিকতা ও ব্যক্তিত্বের জাদুতে আপনি বরাবরই বাঞ্ছারামপুরের মানুষের কাছে এক ‘জননন্দিত আলোকবর্তিকা’।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আপনার স্বতন্ত্র প্রার্থী হওয়ার সংবাদে জনমনে নানা আলোচনা ও আবেগ কাজ করছে। তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব Tarique Rahman তারেক রহমানের ডাকে আপনার সৌজন্য সাক্ষাৎ এবং দেশ ও দলের বৃহত্তর স্বার্থে ‘গণসংহতি আন্দোলনে’র প্রধান সমন্বয়ক জনাব জুনায়েদ সাকি সাহেবের পক্ষে প্রচারণার অনুরোধ, এক বিশেষ রাজনৈতিক গুরুত্ব বহন করে। আপনার সম্মতিতে আমার সমর্থন রয়েছে। আশা করি দল আপনার এই ত্যাগের যথাযথ মূল্যায়ন করবে যা দেখে বাঞ্ছারামপুরবাসী খুশি হবে।
বিএনপি’র পাশাপাশি স্বৈরাচার বিরোধী আন্দোলন ও পতনের সংগ্রামে জনাব জুনায়েদ সাকীর দীর্ঘমেয়াদী ভূমিকার কথা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মূল্যায়ন করেছেন । বিএনপি’র প্রত্যক্ষ সমর্থন ছাড়া নির্বাচনে পাশ করা ওনার জন্য কঠিন হতে পারে। তাই আমাদেরও প্রত্যাশা, আগামী দিনে জনাব জোনায়েদ সাকী, বিএনপি’র কেন্দ্র থেকে তৃণমূল, সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে যথাযথ মূল্যায়ন করে যাবেন।
রাজনীতির কঠিন সন্ধিক্ষণে অনেক সময় ব্যক্তিগত আবেগের চেয়ে দলীয় সংহতি ও বৃহত্তর লক্ষ্যকে প্রাধান্য দিতে হয়। আমার বিশ্বাস, দল ও দেশের স্বার্থে আপনার উদারতা ও মহানুভবতা অতীতের মতোই অক্ষুণ্ণ থাকবে, আপনি সম্মানিত হয়েছেন এবং আরো হবেন বলেই আমাদের বিশ্বাস আছে। আপনার অর্জনে বাঞ্ছারামপুরবাসী গর্বিত।
রাজনীতির ঊর্ধ্বে আপনি আমার কাছে সর্বদা একজন অসাধারণ মানুষ, মেন্টর এবং পরম শ্রদ্ধেয় অভিভাবক। আপনার থেকে পাওয়া মমতা ও অনুপ্রেরণার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। সর্বদাই আমি কৃতজ্ঞতা প্রকাশ করি।
আপনি যেখানেই থাকুন, বাঞ্ছারামপুরবাসীর শ্রদ্ধা ও আমার কৃতজ্ঞতা সর্বদা আপনার সাথে থাকবে। আপনি ভালো থাকুন।
আল্লাহ আপনাকে সুস্থতা ও দীর্ঘায়ু দান করুন।
ইতি,
আপনার কৃতজ্ঞ অনুসারী,
অ্যাডভোকেট মীর হালিম
ব্রাহ্মণবাড়িয়া-৬, বাঞ্ছারামপুর।
Leave a Reply