শাহীন আরাফাত শুভ:
বাঞ্ছারামপুর উপজেলাবিএনপির সাধারণ সম্পাদক একেএম মূসা বলেছেন, বিএনপি কখনোই স্বতন্ত্র প্রার্থিতায় বিশ্বাস করে না। ধানের শীষ প্রতীক না পেলেও দলের সব নেতাকর্মী জোটপ্রার্থী জোনায়েদ সাকির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, জোনায়েদ সাকি ও ধানের শীষ এক ও অভিন্ন। বিএনপি ঐক্যবদ্ধভাবেই জোনায়েদ সাকিকে সংসদে পাঠাতে চায়।
তার মতে, বাঞ্ছারামপুরের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জোনায়েদ সাকি সক্ষম ভূমিকা রাখতে পারবেন। নির্বাচিত হলে তিনি বিএনপির সমস্যা ও সম্ভাবনার দিকেও নজর দেবেন বলে মন্তব্য করেন একেএম মূসা।
প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে জোনায়েদ সাকির নাম ঘোষণা করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে মনোনয়নপত্র দাখিল করায় উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য এম এ খালেক সাব কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
Leave a Reply