শাহীন আরাফাত শুভ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাম্মদ মহসিন।
রোববার (আজ) দুপুরে উপজেলা জামায়াতে ইসলামীর প্রধান কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও প্রেসক্লাব বাঞ্ছারামপুরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় এমপি প্রার্থী মুহাম্মদ মহসিন বলেন, জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থীদের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। তিনি সাংবাদিকদের কাছে দোয়া চেয়ে বলেন, সঠিক নেতৃত্বের মাধ্যমে যেন বাঞ্ছারামপুরের মানুষের সেবা করতে পারেন। আল্লাহর আইন প্রতিষ্ঠায় তিনি ও তাঁর দল সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাদের কলমের তর্জনীতে সত্য উন্মোচিত হয়। প্রেসক্লাব বাঞ্ছারামপুরের উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী বাশার, সেক্রেটারি শামীম নুর ইসলাম, শ্রীকাইল কলেজের সাবেক সহকারী অধ্যাপক দেওয়ার নকিবুল হুদা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলাউদ্দিন সাদী, বাঞ্ছারামপুর পৌর জামায়াতের সাবেক সভাপতি মোহাম্মদ মাসুদুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
Leave a Reply