শাহিন আরাফাত শুভ :
প্রবাসী আলাউদ্দিন মনে করেন সব বয়সী মানুষের মাঝেই রসবোধ আছে। সেই সঙ্গে আছে বিনোদিত মন। সব মানুষই হাস্যরসাত্মক শিল্প উপভোগ করতে পছন্দ করেন। বিনোদন শিল্প গড়ে ওঠার সঙ্গে সঙ্গে আধুনিক পদ্ধতি ত্বরান্বিত হয়েছে। সেই আধুনিকায়ন এখন সামাজিক যোগাযোগ মাধ্যম। বিনোদনমূলক কনটেন্ট নির্মাণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছেন প্রবাসী আলাউদ্দিন । যার ফলোয়ার সংখ্যা এখন ১ মিলিয়ন।তার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছফুল্লাকান্দি ইউনিয়ন পাড়াতুলি গ্রামের মোঃ জালাল মিয়ার সন্তান।
প্রবাসী আলাউদ্দিন বলেন, ‘একটা সময় ছিল, বাবা-মায়ের কাছে আশপাশের মানুষ বলতেন ছেলেটা নষ্ট হয়ে যাবে। কী ভিডিও বানাচ্ছে না বানাচ্ছে। বিপথে চলে যাবে। উল্টো এখন তারা বাবা-মায়ের কাছে আমার প্রশংসা করেন। রাস্তায় বাবা-মাকে তো অনেকে বলেন, আপনিই প্রবাসী আলাউদ্দিনের বাবা! আপনিই আলাউদ্দিনের মা! ভিডিও কনটেন্ট বানিয়ে আমি শুধু বিনোদনই দিচ্ছি না।সে মানুষের সচেতনার মূলক কনটেন্ট তৈরি করে থাকেন।তার কনটেন্টে কোনো ধরনের অশ্লীল বাক্য বা শব্দ ব্যবহার করা হয় না। এজন্য প্রবাসী আলাউদ্দিনকে সবাই প্রসংশা করেন। প্রবাসী আলাউদ্দিন কনটেন্ট ক্রিয়েটরের পাশাপাশি গরীব অসহায় মানুষদের পাশে দাড়ায়।পরিবারের সদস্যদের সঙ্গে অভিনয় করতে দেখা যায় তাকে। কখনো বন্ধু কখনো বা একক অভিনয় চিত্রে মুগ্ধ করেন সোশ্যাল মিডিয়ায় বিচরণকারী মানুষদের। হয়ে ওঠেন সফল কন্টেন্ট নির্মাতা। ২০২১ সালে কনটেন্ট নির্মাণ শুরু করা প্রবাসী আলাউদ্দিন সময়ের ব্যবধানে এখন আলোচিত। শুরুর দিকে পেরোতে হয়েছে নানা প্রতিবন্ধকতা। কাপল ব্লগারের আতংক প্রবাসী আলাউদ্দিন। বর্তমানে একজন সফল কনটেন্ট ক্রিয়েটর।
Leave a Reply