নিজস্ব প্রতিবেদক।
ব্রাক্ষনবাড়িয়া বিজেস্বর সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবিতা ভুঞার বিরুদ্ধে নানা অনিয়ম ও শিক্ষক- শিক্ষার্থীদের সঙ্গে অশোভনীয় আচরণ এর অভিযোগ উঠেছে।
অভিযোগসুত্রে জানা যায়, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবিতা ভুঞা শেণিকক্ষে পাঠদান চলাকালীন বিভিন্ন অনিয়ম করে থাকেন।
তাদের অভিযোগ, বিনা কারণে শিক্ষার্থীদের চুলের মুঠি ধরে প্রচন্ড মারধর করে, ক্লাসে অনুপস্থিত থাকে, পাঠদান চলাকালীন শ্রেনিকক্ষে ঝিমিয়ে পড়েন, কখনো কখনো পাঠদান চলাকালীন মোবাইলে গেম খেলেন।
এ বিষয়ে গত ২৮মে বিদ্যালয় শিক্ষার্থী ও শিক্ষকগণ ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন।
বিদ্যালয় পরিচালনা পরিষদ সুত্র জানায়, এ সহকারী শিক্ষক কবিতা ভুঞা ইতিপূর্বে এধরণের আচরণ এর অভিযোগে গত দুই মাস পূর্বে বদলি হয়ে এসেছেন। সাবেক শিক্ষামন্ত্রীর সুপারিশে চাকরি নিয়ে দাপটের সহিত অনিয়ম করেও শিক্ষাঙ্গনে বেপরোয়া হয়ে উঠেছে কবিতা ভুঞা।
এ ব্যাপারে সহকারী শিক্ষক কবিতা ভুঞার কাছে মুঠোফোনে জানতে চাইলে, তিনি দাম্ভিকতার স্বরে বলেন, আপনারা যা পারেন করেন গা।অনুসন্ধান চলছে
Leave a Reply