শাহীন আরাফাত শুভ:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভিটি ঝগড়ারচর গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ জাকারিয়া মোল্লা,
দীর্ঘ ৩৭ বছর বাঞ্ছারামপুর মডেল থানা মসজিদে ইমামতির দায়িত্ব পালন শেষে অবসর নিয়েছেন।
তিনি ভিটি ঝগড়ারচর গ্রামের আইডল সকলের শ্রদ্ধার মানুষ গ্রামের সকলের প্রিয় ব্যাক্তি, বিনয়ী ও নির অহংকার একজন মানুষ। জীবনে কখনো হিংসা বা অহংকারকে স্থান দেননি। দীর্ঘ সময় ধরে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সাথে ধর্মীয় দায়িত্ব পালন করে স্থানীয় মুসল্লিদের আস্থা ও ভালোবাসা অর্জন করেন তিনি।
স্থানীয় মুসল্লিরা জানান, “জাকারিয়া মোল্লা সাহেব শুধু ইমাম ছিলেন না, তিনি ছিলেন একজন অভিভাবক সুলভ মানুষ। তাঁর বিদায়ে আমরা গভীরভাবে শূন্যতা অনুভব করবো
মসজিদের দায়িত্ব পালনকালে তিনি অসংখ্য মানুষকে নামাজের কাতারে দাঁড় করিয়েছেন এবং কুরআন-সুন্নাহর আলো ছড়িয়ে দিয়েছেন। তাঁর বিদায়কে স্থানীয়রা হৃদয় নিঙড়ানো অশ্রু টলটল করছিলো, তাঁর অবসরের খবরে মুসল্লি ও সর্বস্তরের মানুষ দোয়া করেছেন—আল্লাহ যেন তাঁর দীর্ঘ খেদমত কবুল করেন
সুস্থতা দান করেন নেক হায়াত দান করেন সেই কামনা করেছেন এলাকাবাসী।
আজ উনার বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর মডেল থানার (ওসি) হাসান জামিল খান ও অন্যান্য মুসল্লীগণ।
Leave a Reply