1. newsbhorerdhani@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবাদ সম্মেলনে ফয়েজ আহমদ তৈয়্যব ‘আমাদের নতুন পলিসি দুর্নীতিবাজদের স্বার্থে এখন আঘাত হানছে’ টঙ্গী পশ্চিম থানার এসআই আসাদুজ্জামানের বিরুদ্ধে হাজারো অভিযোগ এলাকাবাসীর-পর্ব-১ সন্ত্রাসীদের হামলা, লূটপাট,ও হত্যার হুমকি থানায় একাধিক অভিযোগ গৌরনদী থানার মাদক মামলায় নির্দোষকে ফাঁসিয়ে ডিবির এসআই হেলালের পথ বাণিজ্যের অভিযোগ নাসিরনগরে আইন শৃংখলার সভা অনুষ্ঠিত মোংলায় হাফেজ শিক্ষার্থীদের মাঝে অনুদান বিতরণ ও বৃক্ষরোপণ ঠাকুরগাঁওয়ে পুকুরে ভাসছিলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ আমতলীতে মসজিদের ইমামকে নারীসহ হাতেনাতে আটক, অপ্রাপ্ত বয়সের কারনে বিয়ে স্বীকার-অস্বীকার করছেন দুই পরিবার যে ৭ দফা দাবিতে জামায়াতের জাতীয় সমাবেশ শহীদ আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

দিনাজপুরে চাঁদার টাকা না দেওয়ায় বসতবাড়িতে হামলা আহত ৬

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৪৪ ৮০.০০০বার

নিজস্ব প্রতিনিধি : ইউসুফ আহমেদ তুষার

দিনাজপুরে চাঁদার টাকা না দেওয়ায় বসতবাড়িতে হামলা নারী- শিশুসহ আহত ৬ ,নগদ অর্থ মালামাল লুটপাট করেছে শরিফ গং।
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের বামনগড় (মহাজেরপুর) চাঁদা টাকা না দেওয়া একই পরিবারের উপর হামলার অভিযোগ।

অভিযোগ সূত্রে জানা যায়,নারী ও শিশুসহ অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়ে নগদ ৫০ হাজার টাকা নিয়ে গেছে বলেন ভুক্তভোগী।

ভুক্তভোগী মো. দুলাল হোসেন (৩৬) তিনি জানান প্রায় ১৫ বছর আগে স্থানীয়ভাবে বন বিভাগের প্রায় ১৫ শতক জমি বন্দোবস্ত নিয়ে সেখানে বসবাস শুরু করেন।

অভিযুক্ত সাইরুদ্দিন ও শরিফ উদ্দিন দীর্ঘদিন ধরে দুলাল হোসেনর কাছ থেকে চাঁদার টাকা দাবি করে আসছিলেন ভুক্তভোগী দুলাল তার চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তার বাড়িতে হামলা এবং লুটপাটের ঘটনা ঘটে।

গত ১২ জুন রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে অভিযুক্ত
শরিফ উদ্দিন (৪০), পিতা-মোঃ সুজাত উদ্দিন, ২। মোঃ সাইরুদ্দিন (৬৫), পিতা-মৃত তব্য উদ্দিন, ৩। আব্দুল সালাম (৩৮), ৪। মোঃ লালন মিয়া (৩৫), ৫। মোঃ মিজানুর রহমান (২৮), সর্ব পিতা-মোঃ সাইরুদ্দিন, ৬। মোঃ আল আমিন (১৯), পিতা-মোঃ শরিফ উদ্দিন, ৭। মোঃ লিমন ইসলাম (১৭), পিতা-মোঃ লালন মিয়া,এই ৭ জনসহ অজ্ঞাত আরও ৭-৮ জন দলবদ্ধভাবে দুলাল হোসেনের বাড়িতে হামলা চালায়।এবং তারা বাড়ির আঙিনায় প্রবেশ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং বাধা দিতে গেলে তার স্ত্রীকে মারধর করে। তার ছেলে নবীনুল ইসলাম (১৫) মাকে বাঁচাতে গেলে তাকেও লাঠি ও গাছের ডাল দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়।

পরবর্তীতে দুলাল হোসেনের মামা দৌলত মিয়া, আলম মিয়া, সুরুজ মিয়া, ভাগিনা আব্দুল আউয়াল ও ছোট ভাই আলাল মিয়া এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়।
গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বাকিদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ সময় হামলাকারীরা দুলাল হোসেনের বসতবাড়ির টিনের চাল ও বেড়া ভেঙে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি করে এবং তার ঘরের ভেতরে রাখা ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে দিনাজপুর জেলা নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান
জমিসংক্রান্ত বিরোধের জেরে দুলাল হোসেনের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনার অভিযোগ পেয়েছে বলে জানান তিনি,তিনি আরও জানান, তদন্ত চলমান রয়েছে তদন্তের সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয় আরো খবর..
© All rights reserved © 2015 দৈনিক ভোরের ধ্বনি পত্রিকা
Theme Customized By BreakingNews