নিজস্ব প্রতিনিধি
আশুলিয়ায় রুবেল হত্যা মামলার আসামীরা উচ্চ আদালত থেকে জামিনে এসেই মামলার বাদী রিমি আক্তার কে দিলেন জীবন নাশের হুমকি।বৃহস্পতিবার ২৯ মে দুপুরে মামলার বাদী নিহত রুবেল মন্ডল এর স্ত্রী রিমি আক্তার,আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর তার শিশু পুত্র কন্যা সহ পরিবারের জীবনের নিরাপত্তার স্বার্থে একটি সাধারন ডায়েরী জিডি করেছেন।য়াহার জিডি নং (৩০৩৬)।জিডিতে উল্লেখ করেন মামলার আসামী হামেদ মাদবর পিতা বলমত মাদবর,কুদ্দুস মন্ডল পিতা আশেক আলী মন্ডল,মুনছুর মন্ডল পিতা আশেক আলী মন্ডল-সহ মামলার আসামী ০৭ জন উচ্চ আদালত থেকে জামিনে এসেই।আশুলিয়া পাড়াগ্রামে মামলার বাদী রিমি আক্তার এর নিজস্ব বাসভবন এর সামনে প্রকাশ্যে মামলা তুলে নিতে হুমকি প্রদান করেন।মামলা তুলে না নিলে তার শিশু পুত্র ইউসুফ (১৫)ও শিশু কন্যা আমেনা খাতুন (০৩) সহ বাদীকে তার স্বামী রুবেল এর মত হত্যা করবে।বাদী রিমি আক্তার বলেন আমি আছি মহা বিপদে,আসামীরা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে,অপরদিকে গ্রামের লোক,যেই আমার কাছে আসছে তাকেও মেরে ফেলার হুমকি দিচ্ছে।আমি আমার স্বামী হত্যার বিচার কি পাবনা।আমি আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসন সহ দেশবাসীর কাছে আমার স্বামী হত্যার বিচার চাই।প্রকাশ্যে হত্যা করে হত্যা মামলার আসামীরা মাত্র ২০ দিনের মধ্যে জামিন পেলো।এটা আমার কাছে অনেক বেদনার,তবুও আমি হাল ছাড়বো না আমার স্বামী হত্যার আসামীদের ফাঁশি না হওয়া পর্য়ন্ত আমি ছুটবো আদালতের দ্বারপ্রান্তে।
Leave a Reply