প্রশ্ন: নারীদের ফরজ গোসল করার সময় বেণি করা চুল ভেজানো লাগবে কিনা? বেণি করা চুলের শুধু গোড়া ভেজালে ফরজ গোসল আদায় হবে কি?
উত্তর: ফরজ গোসলের সময় নারীদের চুলের গোড়াসহ সব চুল ধোয়া জরুরি। তবে চুল যদি খোঁপা বা বেণি বাঁধা থাকে এবং তা খুলে গোসল করা কষ্টকর হয় তাহলে শুধু চুলের গোড়ায় পানি পৌঁছানোই যথেষ্ট। তখন খোঁপা বা বেণি খুলে সব চুল ধোয়া জরুরি নয়।
হজরত উম্মে সালামা (রা.) থেকে বর্ণিত: তিনি বলেন— একদা আমি রাসূলুল্লাহ (সা.) কে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল! আমি খুব শক্তভাবে আমার চুলে বেণি বাঁধি। ফরজ গোসলের সময় কি বেণি খুলতে হবে?
রাসূলুল্লাহ সা. বললেন, না। তোমার জন্যে এতটুকুই যথেষ্ট হবে যে, মাথায় তিন আঁজলা পানি ঢেলে দেবে । তারপর পুরো শরীরে পানি প্রবাহিত করবে । ব্যস, তাহলেই তুমি পবিত্র হয়ে যাবে। (মুসলিম: ২৩০)
ফিকহুল হানাফির প্রসিদ্ধ ফতোয়াগ্রন্থ আল বাহরুর রায়েকে আছে, নারীদের খোঁপা বা বেণি খুলে চুল ভেজানো কষ্টকর হলে খোঁপা থাকাবস্থায় চুলের গোড়ায় পানি পৌঁছানোই যথেষ্ট। অবশ্য চুলে খোঁপা না থাকলে পুরো চুল ধোয়া সর্বসম্মতিক্রমে ফরয। (আল-বাহরুর রায়িক : ১/৫৪)
তবে একান্ত সমস্যা না হলে খোঁপা বা বেণি খুলে পুরো চুল ভিজিয়ে ভালোভাবে গোসল করা উত্তম। আমাদের সমাজের নারীরা যে ধরনের খোঁপা বা বেণি বাঁধে তা খোলা খুব কষ্টকর নয়। তাই যথাসম্ভব চুল খুলে গোসল করাই উত্তম।
ইসলামী আইনশাস্ত্রবিদরা বলেন, গোসল ফরজ হলে সেই গোসল না করে নামাজ, তাওয়াফ, কুরআন তিলাওয়াত ও কুরআন স্পর্শ করা এবং মসজিদে যাওয়া নিষিদ্ধ। এছাড়া অন্যান্য কাজ প্রয়োজনে করা যেতে পারে।
Leave a Reply