নিজেই উপস্থিত হয়ে অভিযোগ করেন কাজী সাইফুল বিবাদী আলমগীরের নিকট।
বিগত দিনে
আমার পাওনা, ৮৫ হাজার টাকা আমাকে পরিশোধ করিতে আমি ও আমার স্ত্রী বিবাদীকে বলিলে, বিবাদী আলমগীর হোসেন
আলম ।
আমার পাওনা, ৮৫ হাজার টাকা আমাকে দিবে না মর্মে জানায়। এবং আমাদেরকে হত্যা করিবে মর্মে রাস্তা-ঘাটে পরিচিত লোকজনদের নিকট গুঞ্জন রটাইতেছে ।
নিজেই উপস্থিত হয়ে অভিযোগ করলেন কাজী সাইফুল ইসলাম (৪৬), পিতা মৃত- কাজী আবুল হোসেন, সাং- রাজাপুর, পোঃ রাজেন্দ্রপুর,বাসিন্দা থানা- কোতয়ালী মডেল,জেলা- কুমিল্লা।
বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন এই
বিবাদী- ১। আলমগীর হোসেন আলম (৫৫), ২। শাহজাহান (৪৩), ৩। মনির (৪৬), সর্ব পিতা মৃত-আলী আকবর, সাং- ব্যগিচাগাঁও (বড় মসজিদ সংলগ্ন), থানা- কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লাসহ অজ্ঞাতনামা ৫/৬জন।
সাক্ষী-১। জুয়েল (৩৫), পিতা- অজ্ঞাত, ২। খোকন (৩৫), পিতা- অজ্ঞাত, ৩। সবুজ (৩৫), পিতা- অজ্ঞাত, সর্ব সাং- সাতরা, ৪। আলাউদ্দিন (৩২), পিতা মৃত- আঃ খালেক, সাং-খেতাসার, ৫। দেলোয়ার (৪৬), পিতা মৃত- নজির আহম্মেদ, সাং- মদিনগর, সর্ব থানা-কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লাসহ আরো অনেকে।
ঘটনার তারিখ ও সময়- ০৭/০৬/২০২৫ ইং তারিখ রাত প্রায় ০৮:০০ ঘটিকায়।
ঘটনাস্থল- কোতয়ালী মডেল থানাধীন সদর রসুলপুর ইউপি রসুলপুর সাকীনের জনৈক প্রফেসারের শ্বশুড় বাড়ীতে।
জনাব
যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন আমি নিম্ন স্বাক্ষরকারী বাদী কাজী সাইফুল ইসলাম থানায় হাজির হইয়া উল্লেখিত বিবাদী আলমগীর হোসেন, শাহজাহান, মনির এবং বিবাদীদের সঙ্গীয় অজ্ঞাতনামা বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ করেন বিবাদী আলমগীর আমার পূর্ব পরিচিত হওয়ার সুবাধে, বিবাদীর আমার সহিত চলাফেরা। বিগত কোরবানীর ঈদের বিবাদীর কোরবানীর গরু জবাই করার কষাই ঠিক করে দেওয়ার জন্য বিবাদী আলমগীর আমাকে বলে এবং অনুরোধ করে। বিবাদীর অনুরোধে আমি বাধ্য হয়ে উল্লেখিত ১নং, ২নং এবং ৩নং সাক্ষীদেরকে বিবাদীদের ৩লক্ষ পঞ্চাশ হাজার টাকার গরুর বানানো কষাই মূল্য আমি ১১হাজার টাকা ঠিক করে দেই। ১নং বিবাদী সাক্ষীদের সহিত উক্ত বিষয়ে আলাপ আলোচনা করিয়া ১নং সাক্ষীসহ ১নং সাক্ষীর সঙ্গীয় সাক্ষীদেরকে আমার সাথে করে ঘটনাস্থল ঠিকানার বাড়ীতে নিয়ে যাইতে ১নং বিবাদী আমাকে অনুরোধ করে। আমি বিবাদী আলমগীরের কথায় সরল বিশ্বাসে কষাই সাক্ষীগণ সহ ঘটনার তারিখ ও সময়ে ঘটনাস্থল বাড়ীতে গেলে, ঈদের দিন গরু জবাই শেষে গোস্ত কাটার পর সমস্ত কাজ শেষে কষাইদের মুজুরী দিতে বিবাদী আলমগীরকে বলিলে বিবাদী, কষাইর মূল্য ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা দেয়। কষাই সাক্ষীদের ন্যায্য মজুরী দিতে বিবাদীদের সহিত কষাই সাক্ষীগণ এবং আমি কষাই ঠিক করে দিয়েছি বিধায়, বিবাদীদের সহিত আমিসহ উক্ত বিষয়ে প্রতিবাদ করিলে বিবাদীগণ আমাকে ও কষাই সাক্ষীদেরকে মারপিট করিয়া আমাদের শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। আমাদেরকে হত্যার ভয়-ভীতি প্রদর্শণ করিয়া বিবাদীদের বাড়ী থেকে আমাদেরকে বাহির করে দেয়। এরই ধারাবাহিকতায় বিবাদী আলমগীরের নিকট আমার পাওনা, ৮৫ হাজার টাকা আমাকে পরিশোধ করিতে আমি ও আমার স্ত্রী বিবাদীকে বলিলে, বিবাদী আলমগীর হোসেন আলম আমার পাওনা, ৮৫ হাজার টাকা আমাকে দিবে না মর্মে জানায়। এবং আমাদেরকে হত্যা করিবে মর্মে রাস্তা-ঘাটে পরিচিত লোকজনদের নিকট গুঞ্জন রটাইতেছে।
লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে একাধিক মানুষের কাছ থেকে শিক্ষিত প্রতারক এই ভুয়া কবিরাজ কুমিল্লার কারাতে বস
আলমগীর হোসেন আলম পিতা মৃত আলী আকবর গ্রাম বাগিচা গাঁও
কোতয়ালী মডেল থানা আদর্শ সদর কুমিল্লা চট্টগ্রাম বিভাগ বাংলাদেশ।
অনুগ্রহ করে প্রশাসনের সঠিকভাবে তদন্ত করে ন্যায় বিচার পাওয়ার যোগ্য করে তুলেন প্রমুখ।
Leave a Reply