মো: নাঈম খান
নিজস্ব প্রতিনিধি
আসন্ন পবিত্র ঈদুল আযহা ২০২৫ উপলক্ষে চন্দ্রা কেন্দ্রিক সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড়ে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক (পুলিশ সুপার গাজীপুর জেলা)।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাউসার আহমেদ (উপজেলা নির্বাহী অফিসার কালিয়াকৈর, গাজীপুর) এবং জনাব মোঃ হুমায়ুন কবির খান ( সাধারণ সম্পাদক বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন)।
সমন্বয় সভার সভাপতিত্ব করেন জনাব ড. আ.ক.ম আক্তারুজ্জামান বসুনিয়া, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), হাইওয়ে পুলিশ, গাজীপুর রিজিওন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘর মুখে মানুষের যাত্রা নিরাপদ ও যানজট মুক্ত রাখতে হাইওয়ে পুলিশ সর্বদা কাজ করে যাবে।
বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন কবির খান বলেন,পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘর মুখো মানুষের যাত্রা মহাসড়কে যানজটমুক্ত ও নিরাপদ করতে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে ইতিমধ্যেই নির্দেশনা দেয়া হয়েছে।
নাওজোর হাইওয়ে থানা, হাইওয়ে পুলিশ, গাজীপুর রিজওনের আয়োজনে সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়।
Leave a Reply