কালিয়াকৈর প্রতিনিধি
মো : নাঈম
মঙ্গলবার (১৩- মে) সকাল ১০ঃ০০ ঘটিকার সময় একজন অসহায় দরিদ্র লোক সৈয়দ রাকিবুল ইসলাম (বাবু) ভাইয়ের খোঁজ করেন এবং তার নাম্বার সংগ্রহ করে তাকে ফোন দেয় এবং বলেন তার স্ত্রী মির্জাপুর কুমুদিনী হসপিটালে ভর্তি আছে এবং (O- negative) রক্তের ও নগদ অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না তার ২ সন্তানের মায়ের।
তাৎখানিক বিভিন্ন জায়গায় যোগাযোগ করে সৈয়দ রাকিবুল ইসলাম (বাবু) ভাই (O-negative) রক্তের সন্ধান করেন এবং তাহার নেতৃত্বে কালিয়াকৈর কলেজ ছাত্রদল এগিয়ে আসে ২ বাচ্চার মাকে রক্ত দিয়ে বাঁচানোর জন্য এবং সকল ছাত্র-ছাত্রীদের কাছে এই অসহায় দরিদ্র মানুষটির জন্য সাহায্যের হাত বাড়ায়।
পরবর্তীতে সৈয়দ রাকিবুল ইসলাম বাবু বলেন, এই অসহায় লোকটিকে সাহায্য করলে একটি নয় তিনটি মানুষের প্রাণ বাঁচবে, এই নাবালক দুই শিশু ফিরে পাবে তার মা’কে।
আজ অসহায় দরিদ্র মানুষটিকে (O-negative) রক্ত ও নগদ অর্থ দিয়ে সাহায্য করেন। কালিয়াকৈর ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী সৈয়দ রাকিবুল ইসলাম (বাবু) ভাই এর নেতৃত্বে কালিয়াকৈর কলেজ ছাত্রদল এক মানবতার ফেরিওয়ালা।
Leave a Reply